• বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে প্রথমেই: মির্জা ফখরুল

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩৩ ৪ ৯
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে প্রথমেই: মির্জা ফখরুল
ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে প্রথমেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। প্রতিটি দেশই নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয়—এটা স্বাভাবিক। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকলে ন্যায্য অধিকার আদায়ের শক্তি থাকে না। তাই বিএনপি ক্ষমতায় এলে পানি, সীমান্ত ও আঞ্চলিক আধিপত্য–সংক্রান্ত বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফারাক্কা ও তিস্তার পানিবণ্টন, সীমান্তে হত্যাকাণ্ড এবং প্রতিবেশী দেশের ‘দাদাগিরি’—সবকিছুর বিরুদ্ধেই বিএনপি কড়া অবস্থান নেবে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায় করতে হবে।

তিনি আরও বলেন, “১৯৭১ সালে ভারত সহযোগিতা করেছিল—এটা সত্য। কিন্তু বর্তমান বাস্তবতায় মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। তারা নিজেদের স্বার্থ নিয়ে গেছে, কিন্তু আমাদের প্রাপ্য দেয়নি।”

‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত জেলা পর্যায়ের গণসমাবেশে যোগ দিতে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে যান। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শনিবার বিকেলে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।


Skip to toolbar