থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে ছড়িয়ে পড়া নানাবিধ সামাজিক অবক্ষয়, শব্দদূষণ ও অপসংস্কৃতি পরিহারের ডাক দিয়েছে সন্দ্বীপের তরুণদের সংগঠন সন্দ্বীপ দাওয়াহ্ মুভমেন্ট।
বর্ষবরণের নামে রাতে আতশবাজির তাণ্ডব, অগ্নিকাণ্ড এবং মাদকের মহোৎসবের প্রতিবাদে সংগঠনটি লিফলেট বিতরণ ও পোস্টারিংসহ সপ্তাহব্যাপী সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আনন্দের নামে থার্টি ফার্স্ট নাইটে যে বিকট শব্দদূষণ করা হয়, তা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। কর্মসূচি চলাকালীন সন্দ্বীপ দাওয়াহ্ মুভমেন্ট-এর সংগঠক মোঃ মাইন উদ্দীন সংবাদ মাধ্যমকে বলেন, ৩১ ডিসেম্বর রাতে বর্ষবরণের নামে আতশবাজির বিকট আওয়াজে যখন দেশ কেঁপে ওঠে, তখন আমরা ভুলে যাই পাশের হাসপাতালে থাকা মুমূর্ষু রোগী কিংবা ঘরে থাকা অসুস্থ বৃদ্ধ মানুষের কথা। এই তথাকথিত আধুনিকতা আমাদের মানবিকতাকে গ্রাস করছে।” তিনি আরও যোগ করেন, “অভিজাত হোটেল ও ক্লাবগুলোতে মাদকের যে মহোৎসব চলে, তা আমাদের তরুণ সমাজকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে। পশ্চিমা সংস্কৃতির এই নগ্নতা ও নৈতিক স্খলন রোধে আমাদের ঈমানি ও নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ, যেখানে আনন্দের নামে অন্যকে কষ্ট দেওয়া হবে না।”
তারুণ্যকে এই অপসংস্কৃতি থেকে সরিয়ে আনতে সন্দ্বীপ দাওয়াহ্ মুভমেন্ট বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, পোস্টার লাগানো এবং ক্যাম্পেইন পরিচালনা করছে। সংগঠনটি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলে, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করার পাশাপাশি মাদক ও অশ্লীলতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।