• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

সন্দ্বীপে কৃষিজমি রক্ষায় ইউএনও’র অভিযান, অবৈধভাবে মাটি খননে একজনকে জরিমানা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩৭ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
খাস জমিতে বেপরোয়া মাটি খননের চিত্র

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম):

(খাস জমিতে বেপরোয়া মাটি খননের চিত্র)

সন্দ্বীপের কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি খননকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আবারও একজনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় মগধরা ইউনিয়নের পাঁচানিয়া গোপাট সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ব্যবস্থা নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়—একটি ভেকু (স্কেভেটর) মেশিন দিয়ে খাস জমির টপসয়েল কেটে স্থানীয় ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এসময় ভ্রাম্যমাণ আদালত ভেকু মেশিনটি জব্দ করে মাটি খননে জড়িত ওসমান (৪১) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারার অপরাধে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। তিনি ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন।

 

অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অংশ নেয় নৌবাহিনীর সন্দ্বীপ কন্টিনজেন্ট, থানা পুলিশ ও আনসার বাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, “সন্দ্বীপে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাটি কাটছে, যা কৃষিজমি ধ্বংসের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট করছে। প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজ ভেকু জব্দ ও আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে উপস্থিত ছিলেন মগধরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস হোসেন ও উপজেলা ভূমি সার্ভেয়ার সেলিম।


Skip to toolbar