ভূমিকম্প আল্লাহ তাআলার কুদরতের এক গভীর নিদর্শন। মানুষের অসহায়ত্ব ও নির্ভরশীলতার কথা স্মরণ করিয়ে দিতে—এ ধরনের প্রাকৃতিক ঘটনাগুলো বান্দাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের আহ্বান জানায়। তাই ভূমিকম্প বা যে কোনো প্রকার বিপর্যয়ের সময় মুসলমানের করণীয় হলো তওবা, ইস্তেগফার, দোয়া এবং সদকা করা।
সুরা আনআমে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিদের সতর্ক করার প্রসঙ্গে বলেন—তিনি তাদেরকে নানারূপ সংকটে ফেলেছিলেন যেন তারা আল্লাহর সামনে মাথানত করে। কিন্তু তারা তা ভুলে গেলে পৃথিবীর সব দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়, এবং শেষপর্যন্ত হঠাৎ শাস্তির কবলে তারা ধ্বংস হয়ে যায় (সুরা আনআম: ৪২–৪৪)।
এই আয়াতের আলোকে আলেমরা বলেন—বিপর্যয়ের সময় আল্লাহর আতঙ্ক সৃষ্টি করা, ইস্তেগফার করা ও বেশি দোয়া করা মুস্তাহাব।
ভূমিকম্পের জন্য আলাদা কোনো নির্দিষ্ট দোয়া হাদিসে নেই। তবে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়–বৃষ্টি, প্রবল বাতাসের সময় রাসুলুল্লাহ (সা.) যে দোয়া করতেন, তা ভূমিকম্পের সময়ও পড়া যেতে পারে।
আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা, ওয়া খাইরা মা ফিহা, ওয়া খাইরা মা উরসিলাত বিহি; ওয়া আউজুবিকা শাররাহা, ওয়া শাররা মা ফিহা, ওয়া শাররা মা উরসিলাত বিহি।
অর্থ:
হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ চাই, এর মধ্যে থাকা কল্যাণ চাই এবং যেসব কল্যাণ নিয়ে এটি প্রেরিত হয়েছে তা চাই। আর আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এর অনিষ্ট থেকে, এর মধ্যে যা অনিষ্ট রয়েছে তা থেকে এবং যেসব অনিষ্ট নিয়ে এটি প্রেরিত হয়েছে তা থেকে।
(সহিহ মুসলিম)
এ দোয়াটি যেকোনো দুর্যোগে মুক্তির জন্য বিশেষভাবে ফলপ্রসূ।
আরবি:
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ:
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ–জালিমিন।
অর্থ:
আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র মহান। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত।
(সুরা আম্বিয়া: ৮৭)
রাসুল (সা.) বলেছেন—যে ব্যক্তি সকাল–সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়বে, আল্লাহ তাকে সব অনিষ্ট থেকে রক্ষা করবেন।
আরবি:
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ:
বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআস্মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস্–সামা, ওয়া হুয়াস্–সামিউল আলিম।
অর্থ:
আল্লাহর নামে শুরু করছি—যাঁর নামের বরকতে আসমান–জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
(আবু দাউদ, তিরমিজি)