• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের শুভ উদ্বোধন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৯৯ ৪ ৯
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের শুভ উদ্বোধন
স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের শুভ উদ্বোধন

আবুদুর রহমান ইমনঃ


সন্দ্বীপে দেশের অন্যতম শিল্প পরিবার ইয়ুথ গ্রুপের পৃষ্ঠপোষকতায় নির্মিত ও পরিচালিত স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের আউটডোর সেবার শুভ সূচনা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) আলোচনা সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রধান এবং ইয়ুথ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান রেজাকুল হায়দার মন্জু। এসময় মোঃ সালাউদ্দীন বাবুর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন মাওঃ আবু তাহের ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ট্রাষ্টি বোর্ডের সদস্য খাইরুল মোস্তফা বলেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই সন্দ্বীপে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এসে চিকিৎসা বঞ্চিতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হলেও সেটি আদৌ মানসম্মত ছিল না, এবং এটা পর্যাপ্ত ছিল না।

খাইরুল মোস্তফা বলেন, মানুষের কষ্ট উপলব্ধি করে আমাদের এই এলাকারই কিছু বিশিষ্ট সন্তান ইয়ুথ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালক মরহুম ফিরোজ আলম এবং একই গ্রুপের চেয়ারম্যান জনাব রেজাকুল হায়দার মঞ্জু। ওনারাই প্রথম উদ্যোগী হন কি করে এই এলাকার মানুষকে নুন্যতম মানসম্মত চিকিৎসা সেবা দেয়া যায়। এই সদিচ্ছা থেকেই আজএই বিশাল ভবন নির্মান হয়েছে। যেহেতু এটা একটা ট্রাষ্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হাসপাতাল, যেহেতু এটি ব্যক্তিগত কিংবা সরকারি হাসপাতালের নিয়মের বাইরে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে।

উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা ফজলুর করিম বলেন, আজকে সন্দ্বীপের জন্য সত্যি একটা আনন্দের দিন,একটি সফলতার দিন, একটি স্বপ্নের দিন। দীর্ঘদিনযাবত সন্দ্বীপবাসী স্বাস্থ্যসেবায় কিছুটা পিছিয়ে ছিল, অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে ছিলাম। স্বর্ণদ্বীপ ফাউন্ডশনের কর্তৃপক্ষ, ইউুথ গ্রুপের সম্মানিত কর্মকর্তা, যারা এই মাটির সন্তান তারা সন্দ্বীপের মানুষের সেবায় বিভিন্ন সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তারা বুঝতে পেরেছে আসলে আত্নার সেবার ওপরে আর কোনো সেবা নেই।একটা অসুস্থ মানুষকে সেবা দেওয়া পরম সৌভাগ্যের,এটার উপরে আর কোনো সেবা হতে পারে না।

তিনি আরো বলেন, আমাদের অনেক সুবিধা রয়েছে,অনেক সুবিধা নাই।আমাদের সবচেয়ে বড় অসুবিধা নৌ যোগাযোগ , আরো অসুবিধা স্বাস্থ্যব্যাবস্থায়। আমি মনে করি, এই স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন এর মধ্যে আমাদের সেই কষ্টের বিষয় গুলোর মধ্যে একটুখানি ভরসার জায়গা হবে।

আরো পড়ুনঃ সন্দ্বীপে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান জনাব মাস্টার শাহজাহান বি এ বলেন,পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এই স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন থেকে পাওয়া হবে।আমি মনে করি সন্দ্বীপের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে এই প্রতিষ্ঠান।

স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ট্রাস্টি বোর্ডের প্রধান ও ইয়ুথ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান রেজাকুল হায়দার মঞ্জু তার দীর্ঘদিনের ব্যাবসায়ী সহকর্মী ও বন্ধুর স্মৃতিচারণ করে কান্না বিজড়িত কণ্ঠে বলেন, অনেক কিছু বলার থাকলেও বলতে পারছি না । কারণ, এসব যে বলার কথা ছিল আজ সে নাই। আমি আর ফিরোজ ২০ টাকা করে নিয়ে সন্দ্বীপ থেকে বের হয়েছিলাম দুজনে, সেখান থেকে ব্যবসা শুরু করে আজ আমাদের আমরা এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, এখন আমাদের শুধু কর্মীদের বেতন দিতে হয় প্রতিমাসে ২২ কোটি টাকা, এই ২২ কোটি টাকা আমি-আপনি কেউ দিচ্ছি না এটা স্বয়ং আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিচ্ছেন, এই সফলতার জন্য আপনাদের দোয়াই আমার সবচেয়ে বড় পাথেয়।

তিনি আরো বলেন, এই হাসপাতাল আমরা করে দিয়েছি। এটা এখন আপনাদের সম্পদ, এটা রক্ষা করতে হবে আপনারকেই। কোন কারনে সুবিধা অসুবিধা হতেই পারে, আমরা এখনো সিজার করাতে পারছিনা, সার্জনের সাথে আমাদের কথা বলা আছে, কিন্তু এনেস্থিসিয়া ডাক্তার আসতে হলে সরকারী পারমিশন লাগে আমরা চেষ্টা করছি, সরকারী পারমিশন পেয়ে গেলেই আমরা সেটা করতে পারবো। আমরা এখানে থাকবোনা, মাঝে মাঝে আসবো। আপনাদের সবার অান্তরিকতা যদি থাকে উত্তরোত্তর এই হাসপাতালের সেবার মান বৃদ্ধি পাবে।

স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে বর্তমানে ২৪ ঘন্টায় ইমারজেন্সি যে সকল সেবা সমূহ থাকছে তাহলো বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত চেম্বার ও ইমারজেন্সি চিকিৎসা সেবা, ,প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারি ও চেকাপ , অভিজ্ঞ BDS ডাক্তার দ্বারা ও আধুনিক মেশিন দিয়ে দাঁতের চিকিৎসা ,অত্যাধুনিক যন্ত্রপাতি 4D মেশিনে আল্ট্রাসাউন্ড, ইকো গ্রাম ও ইসিজি ডিজিটাল এক্সরে,ফিজিওথেরাপি,এম্বুলেন্স সার্ভিস,ফার্মেসী সেবা।

সন্দ্বীপ জার্নাল/এআরই/এমআরটি


Skip to toolbar