সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯ তম শাহদাত বার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা ছাত্রদল।
বুধবার (৩ জুন) মগধরা ৮ নং ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সম্মানিত সদস্য ওমর ফারুক, মগধরা ইউনিয়ন যুবদল নেতা মোঃমামুন, সন্দ্বীপ পৌরসভা ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম রুবেল, হামিদ উল্লাহ শিহাব, মোঃ ফরহাদ, মোঃ হাসান, মোঃ সৌরভ ভুঁইয়া মাহমুদুল হাসান রাজু, নুরুল ইসলাম তারেক, কামরুল হাসান মুন্না, মোঃ রাসেদ, মোঃ কামাল, মোঃ জিহাদ মোঃ সায়েদ, শাকিল, হেলাল, সুমন, মাইন উদ্দীন, আলাউদ্দিন,পারভেজ, শুভ সহ সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ।
আরো পড়ুনঃ কালাপানিয়া থেকে ৬ জুয়াড়ি গ্রেপ্তার
সুজা-উদ-দৌলা সজীব বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশী জাতীয়তাবাদ আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাটা জীবন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য উৎপাদনমুখী ও উন্নয়নমুখী রাজনীতি করেছেন, বর্তমানে আমাদের দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান সে ধারা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও অতীতে এবং বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরামর্শে করোনা মহামারি তে সংকটে থাকা দেশের মানুষের পাশে রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যে কর্মসূচী ঘোষণা করবে সে কর্মসূচি সফলতার সাথে পালন করা হবে বলেও উল্লেখ করেন সুজা-উদ-দৌলা সজীব।
সন্দ্বীপ জার্নাল/ইএএম