• বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

পরিক্ষা ছেড়ে রাজনৈতিক প্রচারণায় মগধরা হাই স্কুলের প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিনিধিঃ / ৫৩৮ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
পরিক্ষা ছেড়ে রাজনৈতিক প্রচারণায় মগধরা হাই স্কুলের প্রধান শিক্ষক
পরিক্ষা ছেড়ে রাজনৈতিক প্রচারণায় মগধরা হাই স্কুলের প্রধান শিক্ষক


সন্দ্বীপের মগধরা ইউনয়নে অবস্থিত মহধরা হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিক্ষা চলাকালীন সময়েই রাজনৈতিক কর্মকান্ডে যোগ দেয়ার অভিযোগ উঠেছে ।
বৃহষ্পতিবার (২০ নভেম্বর) থেকে মাধ্যমিক পর্যায়ের সমাপনী পরীক্ষা শুরু হলেও প্রথম দিনেই দায়িত্ব পালনে গাফিলতি দেখিয়েছেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক দিদারুল আলম। নিয়ম অনুযায়ী পরীক্ষাকালীন প্রতিটি কেন্দ্রে প্রধান শিক্ষকদের উপস্থিত থাকা বাধ্যতামূলক হলেও সকাল থেকে নির্ধারিত সময় পর্যন্ত তাঁকে দেখা যায়নি কেন্দ্রের দায়িত্ব পালন করতে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টার মধ্যে দিদারুল আলমকে একটি রাজনৈতিক দলের প্রচারণামূলক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। সেখানে দলীয় প্রতীকসম্বলিত ব্যানার, মাইকিং এবং নেতাকর্মীদের উপস্থিতি স্পষ্টভাবে রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে প্রশ্ন করা হলে দিদারুল আলম দাবি করেন, তিনি রাজনৈতিক কোনো কর্মসূচিতে যাননি; বরং একটি অসহায় পরিবারের কাছে ঘর হস্তান্তরের মানবিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়ে তিনি সুস্পষ্ট কোনো জবাব দিতে পারেননি।

আরো পড়ুনঃ সন্দ্বীপে ইউপি মেম্বারের চাল কেলেঙ্কারী: ভয়ে মুখ খুলতে চায়না কেউ 

অন্যদিকে অনুষ্ঠানস্থলের পাশের এক বাসিন্দা, শাকিল(ছদ্মনাম), ভিন্ন ব্যাখ্যা দেন। তাঁর মতে, “অসহায়কে ঘর দেওয়া অবশ্যই ভালো কাজ, কিন্তু দলীয় প্রতীক ও নেতাদের উপস্থিতি দেখে এটিকে প্রচারণা ছাড়া আর কিছু বলা যায় না।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসলাম খান বলেন, প্রধান শিক্ষক তাঁর কাছে কোনো ছুটি বা অনুমতির আবেদন করেননি। পরীক্ষা চলাকালীন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুপস্থিতি বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেন।

ঘটনাটি অভিভাবকদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—প্রধান শিক্ষক যদি পরীক্ষার সময় রাজনৈতিক অনুষ্ঠানে ব্যস্ত থাকেন, তবে বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরীক্ষা পরিচালনার সার্বিক মান কীভাবে সুরক্ষিত থাকবে?

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ঘটনাটি নিয়ে ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সন্দ্বীপ জার্নাল


Skip to toolbar