ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭ বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী অঞ্চল। কম গভীরতায় ভূমিকম্প সংঘটিত হওয়ায় পুরো ঢাকাতেই কম্পন তীব্রভাবে অনুভূত হয়।
ভূমিকম্পের পর হঠাৎ নিচে নেমে আসে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। বাসা, অফিস, দোকানপাট—সব জায়গা থেকে ছুটে বাইরে আসতে দেখা যায় আতঙ্কিত জনতাকে। কোথাও কোথাও ভবন কেঁপে ওঠা এবং হেলে পড়ার মতো পরিস্থিতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রাজধানীর মগবাজার এলাকায় থাকা হুমায়ুন ফরিদ নামের এক বাসিন্দা বলেন, “হঠাৎ করে খাট নড়ে ওঠে, আমি নিচে পড়ে যাই। কিছু বুঝে ওঠার আগেই সবাই দৌড়ে রাস্তার নিচে চলে আসে।”
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)ও ভূমিকম্পটির মাত্রা ৫.৭ বলে জানিয়েছে। ভূমিকম্পের কম্পন বাংলাদেশ ছাড়াও ভারতের কয়েকটি সীমান্ত অঞ্চলেও অনুভূত হয়েছে।