
সারাদেশে শীতের প্রকোপ বাড়ছে। সন্দ্বীপেও জেঁকে বসেছে শীত। শীত ধনীদের প্রিয় ঋতু হলে গরীবের জন্য শীত আসে অভিশাপ নিয়ে। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন কঠিন সময়ে মানুষের কষ্ট লাঘবে সরাসরি মাঠে নেমে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা।
শীত ধনীদের প্রিয় ঋতু হলে গরীবের জন্য শীত আসে অভিশাপ নিয়ে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেড়িবাঁধ সংলগ্ন এলাকা সহ সন্দ্বীপের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে সামনে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। শীতের তীব্রতা বাড়ায় আশ্রয়হীন ও অসহায় মানুষদের জীবন যেন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। এমন মানুষের ঘরে ঘরে গিয়ে ইউএনও মংচিংনু মারমা নিজ হাতে কম্বল দেন। তার এই মানবিক উদ্যোগে অনেক পরিবারের মুখে দেখা যায় স্বস্তির ছাপ।
ইউএনও মংচিংনু মারমা বলেন, “প্রচণ্ড শীতে সারাদেশের মতো সন্দ্বীপের হতদরিদ্র মানুষও ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এই শীতে কোনো দুস্থ পরিবার যাতে কষ্ট না পায়, তাই আমরা তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। সামনে আরও বিতরণের আয়োজন রয়েছে।”
এই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরাও কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন।
স্থানীয়দের মতে, প্রশাসনের এমন উদ্যোগ শুধু শীতের কষ্ট লাঘবই নয়, বরং সমাজে মানবিকতার বার্তাও ছড়িয়ে দিচ্ছে।