
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের প্রতিক্রিয়া
ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, শহীদ ওসমান হাদীর মতো একজন সাহসী ছাত্রনেতার গায়েবানা জানাজা একটি ধর্মীয় ও মানবিক কর্মসূচি। এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা রাজনৈতিক আপত্তির কারণে বাধা সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, একজন শহীদের জানাজা নিয়ে কোনো ধরনের বিভাজন বা বিতর্ক সৃষ্টি করা জাতির জন্য লজ্জাজনক। প্রশাসনের উচিত ছিল জনতার আবেগ ও শ্রদ্ধাবোধকে সম্মান জানিয়ে পরিস্থিতি আরও সংবেদনশীলভাবে মোকাবিলা করা।
বেলায়েত হোসেন আরও বলেন, “শহীদদের সম্মান কোনো দলীয় বিষয় নয়। ওসমান হাদীর জানাজাকে ঘিরে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা সাধারণ মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে।” তিনি এ ঘটনায় জড়িত সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর (শনিবার) শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সন্দ্বীপে ছাত্র-জনতা, প্রশাসন এবং রাজনৈতিক মহলের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা এখন স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।