• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সন্দ্বীপে এনসিপির দোয়া মাহফিল

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫০ ৪ ৯
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সন্দ্বীপ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে।

 

আজ বুধবার বাদ মাগরিব এনাম নাহার সংলগ্ন বাইতুল করিম জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো: ফরহাদ উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী শাহিদুল ইসলাম শাহেদ, সদস্য মনজুর আলম এবং জাতীয় যুবশক্তি–এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুহাম্মদ ইদ্রিস হোসাইনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।

 

দোয়া মাহফিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক সংগ্রাম চালিয়ে গেছেন।

আলোচনা শেষে তাঁর রূহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Skip to toolbar