আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের শনিবার দুপুরে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে গণসংযোগ ও প্রচারাভিযানে অংশ নেন।
দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বিকালের দিকে এসব মিছিল একত্রিত হয়ে এনাম নাহার মোড়ে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট আবু তাহের। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিএনপি জনগণের ভোটে জয়লাভ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। দল যাকে মনোনীত করবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব।”
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। উপস্থিতদের মধ্যে ছিলেন—
জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব সোলাইমান বাদশা, মোশারফ হোসেন দিদার, আব্দুল ওয়াহাব কবির, গাজী মোহাম্মদ হানিফ, আসিফ আক্তার, নাজিম উদ্দিন কমিশনার, মাহবুবুল আলম শিমুন, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, সামসুদ্দিন মেম্বারসহ আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিটি ছিল মূলত দলীয় প্রার্থী পরিচিতি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ।
ইইএম/সন্দ্বীপ জার্নাল