• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

ধানের শীষের পক্ষে মোস্তফা কামাল পাশার সমর্থনে বিশাল মিছিল

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১২১ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
মোস্তফা কামাল পাশা - সন্দ্বীপ- বিএনপি
মোস্তফা কামাল পাশার সমর্থনে সন্দ্বীপে বিশাল মিছিল ।

বিশেষ প্রতিবেদকঃ


সন্দ্বীপে ধানের শীষের পক্ষে এবং তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার সমর্থনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক বিশাল মিছিল ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রচারাভিযানে অংশ নেন। এতে অংশগ্রহণকারীদের স্লোগান ও ব্যানারে মোস্তফা কামাল পাশাকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রচারাভিযান ও মিছিলে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার আবুল কাসেম, উপজেলা যুবদলের আহবায়ক নিঝুম খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় মগধরা, বাউরিয়া, সন্তোষপুর, আমানউল্লাহ, দীর্ঘাপার, কালাপানিয়া, সারিকাইত, রহমতপুর, আজিমপুর, হারামিয়া ও মুছাপুর ইউনিয়নসহ উপজেলা ও পৌর এলাকার হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, “১৯৯৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মোস্তফা কামাল পাশার হাতে ধানের শীষ তুলে দেওয়ার পর থেকে তিনি পরপর তিনবার এমপি নির্বাচিত হন। ২০০৮ সালের কঠিন নির্বাচনে তিনি বাংলাদেশের ২৯ জন বিজয়ী এমপির একজন ছিলেন। সন্দ্বীপকে বিএনপির দূর্গে পরিণত করা এই জনতার নেতাকে পাশ কাটিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে এই আসন হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রবল।”

তারা আরও বলেন, “আলহাজ্ব মোস্তফা কামাল পাশা শুধু জনপ্রতিনিধিই নন, তিনি সন্দ্বীপের মানুষ ও বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন বারবার। জনগণের আস্থা ও ভালোবাসার জায়গা থেকেই সন্দ্বীপের মানুষ আজ একযোগে তাঁর পাশে দাঁড়িয়েছে।”

মিছিলে সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন। প্রচারাভিযান শেষে মোস্তফা কামাল পাশার পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ধানের শীষের প্রতীক সমর্থনে স্লোগান দেওয়া হয়।


Skip to toolbar