• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

সবুজ পথদ্রষ্টা এম এ রসুল সন্দ্বীপি

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭১২ ৪ ৯
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
সবুজ পথদ্রষ্টা
সবুজ পথদ্রষ্টা

নশ্বর জীবনে শিশু থেকে শৈশবের বয়স,
পরিবার পরিজনে আবদ্ধ এড়িয়ে অলস।
সবুজ সংসারে সময় পাড়ি আদর মাখা,
রাজপুত্র রাজকন্যা হয়ে কুসুমিত শাখা।
তবে শৈশব-কৈশোর-যৌবনে পাশে যারা,
সময়ের আবর্তনে সবুজ পথদ্রষ্টা তাঁরা।

মাতা পিতার পর সম্পূর্ণ তাদের অবদান,
জগতে যারা দেখায় সভ্য হওয়ার সন্ধান।
পথের পরে পথ চেনাতে আবদ্ধ তাদের শ্রম,
যারা জীবন গড়ার সন্ধানে আনছে সুখ ভ্রম।
বয়সের সাথে প্রজন্ম মেধাবী তাদের মেধায়,
পরম শ্রদ্ধানন্দ সৌরভ আনে জীবন খেয়ায়।

শিক্ষকদের কোমল মনা হৃদয় জয়ের মিছিলে,
কঠিনও বটে ভালোর জন্য এই নশ্বর নিখিলে।
শ্রমে শ্রমে হাজার মেধাকে তাঁরা পরিপূর্ণ দাতা,
যা করা আদৌ অসাধ্য নিজেদের পিতা-মাতা।

রোজ জ্ঞানের মণিহার ঢালে প্রজন্মের মননে,
বিনিময়ে সম্মান পেলে তুষ্ট থাকেন প্রতিক্ষণে।
স্যালুট ওদের যারা অমূল্য মেধা গড়ার সৈনিক,
সময়ের তালে সকলে সুস্থ্যতায় থাকুক দৈহিক।


Skip to toolbar