• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

দাম্পত্যের মুখোমুখি

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৭৪ ৪ ৯
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
দাম্পত্যের মুখোমুখি
দাম্পত্যের মুখোমুখি

এম এ রসুল সন্দ্বীপি


মনের দানে মন কিনেছো
জীবনে আনতে সুখ,
ভালো মন্দ সব চিনেছো
পেয়েই সোনা মুখ।
আবার তুমি পরকীয়া করে
ভাঙ্গো বিবেক মন,
প্রথম সুখটা অবহেলা
পরে সাজছো সাধু জন।
দাম্পত্য যার সুখের মিছিল
সেই মানুষেই সুখি,
কেউবা কাঁদে নশ্বর নিখিল
দাম্পত্যের মুখোমুখি।
বিশ্বাস যাদের অটুট থাকে
তাঁরাই করে জয়,
বিশুদ্ধ প্রণয় হৃদয় বাঁকে
আগলে নিতে হয়।
সংসার এক মধুর জীবন
সব মানুষের জানা,
তবুও মানুষ সেজে কৃপণ
দাম্পত্য করে কানা।


Skip to toolbar