কথা দাও
মাসকট , ওমান ।
কথা দাও বাবা
পৃথিবীর শ্রেষ্ট সুখ এনে দেবে,
কৈশরের স্মৃতিরোমন্থন দিয়ে
আমার প্রিয়াকে বরন করে নেবে।
কথা দাও মা
আসমানের মায়াবী শশীর মতন,
আপন মমতার আঁচল দিয়ে
আমার প্রিয়াকে করবে যতন।
কথা দাও ভাই
জীবনের হিংসা-বিদ্বেষ ভুলে,
স্নেহের পরশে মায়া-মমতায়
আমার প্রিয়াকে আনবে ঘরে তুলে।
কথা দাও বোন
তোমার ঐ স্নেহময়ী হাত দিয়ে,
আদর যতনে সেই বাড়ি থেকে
আমার প্রিয়াকে আনবে সাজিয়ে।
কথা দাও সবাই
আমার ভালবাসায় দেবে স্বীকৃতি,
আর না হয় নিঃসঙ্গতা হবে
আমার প্রিয়াকে না পাওয়ার স্থপতি।