• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সন্দ্বীপে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ২৫ ৪ ৯
আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৫ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টায় বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা।

বিজয় মেলায় চারু ও কারুশিল্প এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বিক্রয় ও প্রদর্শনীর জন্য মোট ২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলাটি আগামী ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫—এই তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মংচিংনু মারমা মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে স্থানীয় শিল্প, সংস্কৃতি ও উৎপাদিত পণ্যের বিকাশে এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং বিজয় মেলায় অংশগ্রহণের জন্য সন্দ্বীপবাসীর প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মো. মারুফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো. মোহসীন আলম, উপজেলা প্রকৌশলী জনাব মো. সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার জনাব মো. দিদারুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আজিম উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মানস নন্দী, সন্দ্বীপ পৌরসভার সহকারী প্রকৌশলী জনাব কৌশিক বড়ুয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


Skip to toolbar