• শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৩৯১ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউনুস ও শাহজালাল নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়ার বার আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) বলেন, নিহত দুই কিশোর ফেনীর দিকে যাচ্ছিল। কোনো কারণে তারা সড়কে পড়ে যায়।

এ সময় দ্রুততম কোনো যান তাদের চাপা দিয়ে চলে গেছে বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার স্থানটি কিছুটা নিরিবিলি ও ফাঁকা। আশপাশে কোনো দোকান কিংবা লোকালয় নেই। তাই কীভাবে এই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে তা বলা কিছুটা কঠিন।


Skip to toolbar