• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাইল্ড টু চাইল্ড ক্যাম্পেইন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৩৬ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
চাইল্ড টু চাইল্ড ক্যাম্পেইন

আজিমপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানি, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যভ্যাস বিষয়ে সচেতনতা মুলক চাইল্ড টু চাইল্ড ক্যাম্পেইন করে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী করেছে রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই।

সভার মূল বক্তব্যে ফিল্ড ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীন বলেন, সন্দ্বীপ উপজেলার ৪ টি ইউনিয়নের ৩০টি কমিউনিটির মানুষের স্বাস্থ্য সম্মত পায়খানা, নিরাপদ পানি ও পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজন সকলের সহায়তা ও সমন্বিত উদ্যোগ। এই লক্ষ্য অর্জনে এসডিআই’র রিকল ২০২১ প্রকল্পের আওতায় এই উপজেলার আজিমপুর, মুছাপুর,রহমতপুর ও কালাপানিয়ায় ওয়াশ কার্যক্রম বাস্তবায়ন করছে।

আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্বনাব আলাউদ্দীনের সভাপতিত্বে, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মন্জুর হোসেন।

উপস্থাপনায় ছিলেন ডিয়ার প্রকল্পের ট্রেনিং এ্যাসিসট্যান্ট আব্দুর রহিম রাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক যথাক্রমে রিদওয়ানুল বারী, মোঃ জসিম উদ্দীন,বাবু নারায়ন চন্দ্র শীল , সিবিও সদস্য জুলেখা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, রিকল প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে- গ্রাম পর্যায়ে উইমেন ওয়াশ প্লাটফরম গঠনের মাধ্যমে প্রতি মাসে নারীদের নিয়ে সচেতনতামূলক সভা, ফোক ও পট গানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, পাপেট শো, উদ্বুদ্ধ করণ ভিডিও ফিল্ম প্রদর্শন, স্কুল শিক্ষকদের ওয়াশ বিষয়ে প্রশিক্ষণ প্রদান, হ্যান্ড ওয়াশিং ডিভাইস সহায়তা, চাইল্ড টু চাইল্ড ক্যাম্পেইন, চাইল্ড টু এডাল্ট ক্যাম্পেইন ইত্যাদি। এছাড়াও স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্নতা ও পয়ঃনিস্কাশনের জন্য স্কুল ল্যাট্টিন তৈরীতে সহায়তা প্রদান এগুলো নিঃসন্দেহে এলাকার মানুষের জীবন মান উন্নয়নে অনেক ভুমিকা রাখছে। এজন্য রিকল প্রজেক্ট প্রশংসার দাবী রাখে।


Skip to toolbar