ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। রাত ১টা ৩৮ মিনিটে কার্জন হল কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের প্রতিটি থেকে আলাদাভাবে ফল প্রকাশ করা হবে।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। ভোটগ্রহণ হয়েছে ৮১০টি বুথে, যা ছড়িয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৪০ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোট গণনা শেষে সিনেট ভবনের সামনে থেকে অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
আরও সংক্ষিপ্ত বা নির্দিষ্ট পদের ফলাফল চাইলে জানাও, আমি সাজিয়ে দিচ্ছি।