• শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

ডাকসু নির্বাচন শেষে ভোট কারচুপির অভিযোগ, ঢাবি এলাকায় উত্তেজনা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১২৭ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও সন্ধ্যার পর থেকে ভোট কারচুপির অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার আগে থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ছাত্রদল অভিযোগ করেছে, নির্বাচনে কারচুপি হয়েছে। বিকেল থেকেই ক্যাম্পাসের বাইরে জামায়াত, শিবির ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার দিকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

আরো পড়ুনঃ ছাত্রদল সভাপতির অভিযোগ: ঢাবির চারপাশে অবস্থান নিয়েছে জামায়াত-শিবির

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সন্ধ্যার পর কিছু উত্তেজনার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চলছে এবং ঢাবি এলাকায় যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এদিকে, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, প্রশাসন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। তার দাবি, ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী ও সংগঠনের নেতা সাদিক কায়েম শিক্ষার্থীদের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সকল পক্ষকে চক্রান্ত থেকে সরে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।

বিজি/সন্দ্বীপজার্নাল/ইএএম


Skip to toolbar