• শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

ছাত্রদল সভাপতির অভিযোগ: ঢাবির চারপাশে অবস্থান নিয়েছে জামায়াত-শিবির

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১২৭ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন শেষে জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে অবস্থান নিয়েছে।

তিনি বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে বলেন, “স্যার, জামায়াত-শিবিরের লোকজন চারপাশে অবস্থান নিয়েছে। আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে জানালাম। যদি কোনো সংঘর্ষ হয়, তার দায় আপনাকে এবং ভিসি স্যারকে নিতে হবে।”

রাকিব আরও জানান, দুপুর থেকেই তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং মনে করছেন, এই অবস্থানের পেছনে নাশকতার উদ্দেশ্য থাকতে পারে।
তিনি প্রশ্ন তোলেন: “এটা কি জামায়াত-শিবিরের বিশ্ববিদ্যালয়? এখানে শিক্ষার্থীদের কাজ, তাহলে তাদের কী কাজ?”

তিনি প্রশাসনকে বারবার অবহিত করেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন—যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় জামায়াত-শিবিরকেই নিতে হবে


Skip to toolbar