• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

নিম্মবিত্ত রুবেলও সাগরিকা স্পোর্টিং ক্লাবের সাথে দিচ্ছে ত্রাণ !!

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫২৪ ৪ ৯
আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২০
নিম্মবিত্ত রুবেল সাগরিকা স্পোর্টিং ক্লাবের সাথে দিচ্ছে ত্রাণ !!
নিম্মবিত্ত রুবেল সাগরিকা স্পোর্টিং ক্লাবের সাথে দিচ্ছে ত্রাণ !!

প্রলয় দাশ ও রাজিব খান:


ছবির ছেলেটির নাম রুবেল। বাড়ী সারিকাইত বাংলা বাজার। নিম্মবিত্ত পরিবাবের সন্তান রুবেল কোনোভাবে নৌকায় কাজ করে সংসার চালাতো, বলতে গেলে দিন মজুর।

ত্রান পাওয়ার যোগ্য অথচ ছেলেটি নিজে ত্রান না নিয়ে অন্যকে ত্রান দিচ্ছে। ব্যাপারটা অদ্ভুত না?

চলমান সংকটে মানুষের কল্যাণে এগিয়ে এসেছে সাগরিকা স্পোর্টিং ক্লাব তাদের সাথে আর্থিক ও শারীরিক ভাবে সর্বাত্মক সহায়তা করছে রুবেল ।

সোমবার(২০ই এপ্রিল) দক্ষিণ সাগরিকা স্পোর্টিং ক্লাব এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্যের পরিমাণ প্রত্যেক পরিবারের জন্য ৯ কেজি চাল, ৪কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট লবণ,১টি সাবান বিতরণ করা হয়।

স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে দূরত্ব রেখে এই ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে আহবান করেন।

আরো পড়ুন:  বিপদগ্রস্থ আমেরিকায় থেকেও মানুষের পাশে মাইটভাঙ্গার সাইফুল আজম শিবলী

দক্ষিন সন্দ্বীপ সাগরিকা স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিন মাঝি বলেন, মানুষ আজ করোনা ভাইরাসের কারণে আতঙ্কে রয়েছেন ।তৃণমূলের বিভিন্ন অঙ্গ সংগঠন মানুষকে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন।

সংগঠনের সহ-সভাপতি সোহেল রানা ফেইসবুকে জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে সারাদেশ লকডাউন।সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তা অতুলনীয়। এই সংকটময় পরিস্থিতিতে দক্ষিন সন্দ্বীপ সাগরিকা স্পোর্টিং ক্লাব বিভিন্ন সামাজিক কার্যক্রমের মতোই মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সহযোগিতার জন্য আমরা সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাধারণ সম্পাদক মোঃজাফর বলেন,করোনা কেড়ে নিয়েছে মানুষের সুন্দর জীবনযাপন। বেকার হয়ে পড়েছে লাখো-কোটি মানুষ। চারদিকে খাবার সংকটসহ উদ্ভূত পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত। এই সন্দ্বীপের বিভিন্ন আয়ের উৎস বন্ধ হয়ে পড়েছে। আমি মানবিক দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ দিতে চাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি, সাধারণ সম্পাদক, ত্রান বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও ক্লাবের অন্যান্য সদস্য প্রমুখ।

 


Skip to toolbar