• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

“ঈদে মিলাদুন্নবী” ৩০ অক্টোবরঃ সন্দ্বীপে হচ্ছে ২ দিন আগে

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫৭১ ৪ ৯
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
সন্দ্বীপে ঈদে মিলাদুন্নবী
"ঈদে মিলাদুন্নবী" ৩০ অক্টোবরঃ সন্দ্বীপে হচ্ছে ২ দিন আগে

শনিবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামী সোমবার (১৯ অক্টোবর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ৩০ অক্টোবর (১২ রবিউল আউয়াল) শুক্রবার পালিত হবে পবিত্র “ঈদে মিলাদুন্নবী (স.)”।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

এদিকে গতবারের মত এবারো সন্দ্বীপে ২ দিন আগে (১০ রবিউল আউয়াল) জুলুস অনুষ্ঠিত হচ্ছে । বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলা মিলাদুন্নবী উদযাপন কমিটির সহ-সভাপতি মুফতি ইয়ার খাঁন নঈমি ।

আরো পড়ুনঃ  পান্ডুলিপি পুরস্কারের শীর্ষ তালিকায় সন্দ্বীপের তিন সাহিত্যিক

তিনি জানান, “প্রতিবারের মত এবারো সন্দ্বীপে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে, তবে গতবারের মত এবারো ২ দিন আগে জুলুস অনুষ্ঠিত হবে । কারন আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীন কর্মীরা আল্লামা তাহের শাহ্‌ (মা: জি: আ:) সাথে জুলুসে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছে , সন্দ্বীপের আয়োজন শেষ করে যাতে সবাই চট্টগ্রাম যেতে পারে সেজন্যই এই সিদ্ধান্ত ।”

মিলাদুন্নবী উদযাপন কমিটির হাফেজ মনজুর আলম ও মোঃ মুসলিম জানান “আমাদের সবার অভিভাবক মাওঃ আবুল কালাম আজাদ ‌ (মা: জি: আ:)র মৃত্যুশোক এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি । গতবছরও দেলওয়ার খাঁ সড়কের বেহালবস্থার কারনে অনাড়ম্বর আয়োজন করতে হয়েছে । আশা করি এবার স্বাস্থ্যবিধি মেনে আগের মতই জশনে জুলুস উদযাপন হবে ।

সন্দ্বীপ জার্নাল/ইএএম


Skip to toolbar