• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

মান্নান-হাদী ফাউন্ডেশনের উপহার পেলো ৫০০ পরিবার

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৪৩ ৪ ৯
আপডেট: শনিবার, ১৬ মে, ২০২০
মান্নান-হাদী ফাউন্ডেশনের উপহার ৫০০ পরিবার
মান্নান-হাদী ফাউন্ডেশনের উপহার ৫০০ পরিবার

মুছাপুরের কৃর্তি সন্তান মরহুম মাষ্টার আব্দুল হান্নান ও আলহাজ্ব আব্দুল হাদী স্মরনে গঠিত জনকল্যান মুলক প্রতিষ্ঠান মান্নান -হাদী ফাউন্ডেশন প্রায় ৫০০ পরিবারের মাঝে সাহায্য সামগ্রী প্রদান করেছে ।

শুক্রবার (১৬ মে) মুছাপুর ৬ নং ওয়ার্ডস্থ আলহাজ্ব আব্দুল হাদি সাহেবের বাড়িতে এই উপহার সামগ্রী প্রদান করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন,মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ।

ত্রান বিতরন তত্বাবধান করেছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান সন্দ্বীপ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রেজাউল করিম সাগর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য শামসুল কিবরিয়া মিলন ও হুমায়ুন কবির বেলাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুনঃ মুছাপুরে রাতের অন্ধকারে হামলা: নেপথ্যে কি ??

মাঈন উদ্দিন মিশন তার বক্তব্যে বলেন, পুরো পৃথীবি করোনার সংক্রমনে বিপর্যস্ত। যার কারনে কর্মহীন খেটে খাওয়া মানুষ গুলো চরম বেকায়দায় ও খাদ্য সংকটে পড়েছে। এমন দুঃসময়ে মান্নান -হাদি ফাউন্ডেশন সেই মানুষ গুলোর জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসায় আমরা ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সাগর ও রাসেল সহ সকলকে সাধুবাদ জানাই।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক রেজাউল করিম সাগর বলেন, বৈশ্বিক মহামারীতে জননেত্রী শেখ হাসিনা রাজনৈতিক কর্মী ও ধনাঢ্য ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক মান্নান-হাদি ফাউন্ডেশন থেকে আমরা এই উপহার সামগ্রী প্রদান করছি।

লন্ডন থেকে ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোঃ কামরুল আহসান রাসেল ভিডিও বার্তায় বলেন, মান্নান-হাদী ফাউন্ডেশন ১০ বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য ও দুঃস্থদের উন্নয়নে কাজ করছে। আমরা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রাকে মাথায় রেখে অতি সম্প্রতি আরো কর্মসুচী নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আমাদের করোনা পরিস্থিতিতে এ উপহার সামগ্রী প্রদান অব্যাহত থাকবে।

সন্দ্বীপ জার্নাল/বিআরএস


Skip to toolbar