“ফেসবুক”
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম ।
একদল বিজ্ঞানী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুকে” যারা বেশি সক্রিয় থাকেব তাদের মস্তিষ্কও সক্রিয় থাকবে বলে।
গবেষণায় দেখা যায় , যারা ফেসবুকে নিজেদের প্রকাশের ক্ষেত্রে বেশি সক্রিয় তাদের মস্তিষ্কের সংযোগের স্বক্রিয়তা সাধারণের চেয়ে অনেক বেশি।
বিজ্ঞানীরা বলছেন,এই সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুকে” যারা বেশি সক্রিয় তাদের মস্তিষ্কের দুটি বিশেষ অংশ- মিডিয়াল প্রিফন্টাল কর্টেক্স এবং প্রিসুনিয়াস অঞ্চল দুটির কার্যকারিতাও বেশি। যখন আমরা নিজেদের সম্পর্কে ভাবি মস্তিষ্কের এই দুটি বিশেষ অংশ সেই সময় কাজ করে থাকে। সাধারণত ফেসবুকেও আমরা নিজেদেরকে প্রকাশ করতে চাই।
গবেষণার জন্য ৩৫ জনের ওপর ফাংশনাল নিউরো ইমেজিং ডেটা ব্যবহার করে বার্লিনের ফ্রেয়ি ইউনিভার্সিটি এবং জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট অফ হিউম্যান কগনিটিভ অ্যন্ড ব্রেন সায়েন্স-এর বিজ্ঞানীরা এমনটা তথ্য দিয়েছেন।