সন্দ্বীপের ৭০ বছরের বৃদ্ধ হত্যা মামলার তিন জন আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে চট্টগ্রামের চকবাজার ও পতেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বাউরিয়া ৫ নং ওয়ার্ডের আমানীরগো বাড়ির (মৃত) মুন্সী হাবিব উল্লার পুত্র বেলায়েত হোসেন বেলু (৭৫) এবং তার দুই ছেলে মাহফুজ (২৫) ও মাসুদ (৩৫)।
ওসি (তদন্ত) মোহাম্মদ সোলাইমান জানান, “গত ২৪ আগষ্ট মামলা রুজু হবার পর থেকে আসামীরা পলাতক ছিলো, সর্বশেষ গত শুক্রবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর চকবাজার ও পতেঙ্গা থেকে আটক করতে সমর্থ হয়েছি।”
আরো পড়ুনঃ সন্দ্বীপবাসীর সাথে ছিনিমিনি খেলেছে ডলি কনস্ট্রাকশন – এমপি মিতা
উল্লেখ্য যে, গত ১১ আগস্ট সম্পত্তি দখলের জের ধরে শফিকুল আলম (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করা হয়, গুরুতর আহতাবস্থায় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সেখানে অবস্থার আরো অবনতি হলে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১৯ আগস্ট সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল আলম মৃত্যুবরণ করেন। এর পর ২৪ আগষ্ট আগস্ট নিহত শফিকুল আলমের পুত্রবধূ হামিদা বেগম সুবর্ণা (২৬) বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা) দায়ের করেন।
সন্দ্বীপ জার্নাল/ইএএম