পৌর মেয়র জাফর উল্ল্যা টিটুর উদ্যোগে মশকনিধন কর্মসূচি শুরু হয়েছে ।
রবিবার (১০ মে) দুপুর থেকে পৌরসভা ৮ নং ওয়ার্ডে ফগার মেশিনের সাহায্যে মশকনিধন কর্মসূচি শুরু করলো পৌরসভা । এর আগে টানা ২ দিন মাইকিং করেও বিষয়টি প্রচার করে পৌর কর্তৃপক্ষ ।
মেয়র জাফর উল্ল্যা টিটু জানান, করোনা সন্দ্বীপেও হানা দিয়েছে , এসময় মানুষের সর্দি কাশিও থাকে । পাশাপাশি মশা বাহিত রোগ বেড়ে গেলে এই ধকল সামলানো কঠিন হয়ে পড়বে । তাই আমি গত ২ দিন পাবলিসিটি করে আজ থেকে ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষুধ ছিটানো শুরু করেছি ।
আরো পড়ুনঃ তৃতীয় ধাপে ১২শ জনকে প্রধানমন্ত্রীর ত্রান পৌছালো পৌরসভা
ফগার মেশিনের মেডিসিন সাপ্লাইয়ের ব্যাবস্থা কি জানতে চাইলে মেয়র বলেন, এটা ঢাকা থেকে আনতে হয়, গত বছর আমি ২০০ কেজির একটা ড্রাম অনিয়েছি, এবারও ২ ড্রাম এনেছি, সেটা দিয়ে কাজ চালাচ্ছি । এটা সরকারি ভাবেও আসে কিছু এবার এখনো আসেনি ।
টিটু জানান, এগুলো আসলে বিভিন্ন কারণে এখানে পৌঁছাতে কিছু সময় লাগে । আর মশার উপদ্রবটা এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেশি থাকে , তাই আমি ভাবলাম আগেই করে ফেলি । আজকে ৮ নং ওয়ার্ডে উপজেলা সহ আশেপাশের এলাকায় ছিটানো হয়েছে । পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডে ছিটানো হবে ।
সন্দ্বীপ জার্নাল/ইএএম