সংক্রমণের ব্যাপকতার মধ্যে সাধারণ ছুটি আরো ৭ দিন বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে ।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে এ সংক্রান্ত জাতীয় কমিটি প্রধানমন্ত্রীর কাছে এ প্রস্তাব দিয়েছে ।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো শাহ কামাল জানান,করোনা পরিস্থিতিতে জাতীয় কমিটি আরো সাতদিন সাধারণ ছুটি বাড়ানোর পরামর্শ দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দু এক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে ।
আরো পড়ুনঃ নিম্মবিত্ত রুবেলও সাগরিকা স্পোর্টিং ক্লাবের সাথে দিচ্ছে ত্রাণ !!
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রোগে (কোভিড ১৯) নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন, মৃত্যুবরণ করেছেন নয়জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে । মোট মৃতের সংখ্যা ১১০।
করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল , ৫ থেকে ৯ এপ্রিল , ১৪ এপ্রিল এবং সর্বশেষ ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয় । আর নতুন করে ছুটির বিষয়টিও দু এক দিনের মধ্যে পরিষ্কার হতে পারে ।
এসজে/ইএএম