এম নাজিমঃ
আপনার একটু সহায়তায় আল্লাহর রহমতে বেঁচে যাবে একটি প্রাণ।সন্দ্বীপ সারিকাইত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রিদোয়ানের বাড়ির।
নামঃআবু হানিফ মুন্না বয়স ১৪ বছর।
পিতাঃ মোঃ রিদোয়ান।
মাতাঃমোমেনা বেগম।আবু হানিফ মুন্না দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত। মুন্না বর্তমানে চটৃগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দিন দিন মুন্নার আবস্থা খারাপ এর দিকে যাচ্ছে। ডাক্তার বলেছেন অতি শ্রীর্ঘয় আবু হানিফ মুন্নার চিকিৎসা না করালে মুন্নাকে বাচানো সম্বঙ নয়। মুন্নার চিকিৎসা বাবদ ৬ থেকে, ৭ লাখ টাকা খরচ লাগবে।
যা মুন্নার দিন মজুর দরিদ্র বাবার নিকট চালানো মোটেও সম্ভব নয়।
উল্লেখ্য আবু হানিফ মুন্না কাজী আফাজ উদ্দিন আর্দশ বিদ্যালয়ের ছাএ।
বিস্তারিত জানতে ও সাহায্য পাঠাতে যোগাযোগ করুনঃ——-
———————–
মুঠোফোন: 0163640323
মো:আরজু (মুন্নার মামাতো ভাই)
বিকাশ: পার্সোনাল 01979770000.
নগদ:01979770000