• শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার বেলায়েত

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১৯ ৪ ৯
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
ইঞ্জিনিয়ার বেলায়েতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন দলীয় নেতাকর্মীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। দলের প্রতি আমার আনুগত্য সবসময় অবিচল।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম. এ. আজিজ, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলিম মেম্বার, মুছাপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মামুন, উপজেলা যুবদল নেতা মো. নাহিদ মেম্বার, মো. জাবেদ ও মো. আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সন্দ্বীপ পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. খোকন, মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল করিম ও মো. দেলোয়ার হোসেন দীপ, সন্দ্বীপ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল, এবং মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য মো. সুহেল ও শান্ত মজুমদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক। দলের প্রতি আমার আনুগত্য সবসময় অবিচল। দেশনায়ক তারেক রহমান ও দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করে, তবে সন্দ্বীপের হারানো গৌরব ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমি কাজ করে যাব। দল যে সিদ্ধান্ত নেবে, আমি হাসিমুখে তা মেনে নিয়ে দলের স্বার্থেই কাজ করব।

উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন দীর্ঘ সময় কারাবরণসহ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে বহুমুখী ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন।


Skip to toolbar