সন্দ্বীপ পৌরসভায় বিশেষ অভিযান পরিচালনা করে দুজন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতরাত (৩১ অক্টোবর দিবাগত রাত) আনুমানিক দেড়টায় এস আই চয়ন দাশ গুপ্তের নেতৃত্বে পৌরসভা ০৮নং ওয়ার্ডের তালতলীর উত্তর পাশে হাজী আব্দুল মোতালেব সুকানীর সাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার হয়।
গ্রেপতারকৃতরা হলেন, পৌরসভা ৮ নং ওয়ার্ডস্থ কালা মাঝির বাড়ির মোঃ খোকনের পুত্র জাবেদ (২৫) ও একই এলাকার আজিজ মাঝির বাড়ির মামুনের পুত্র মোক্তাদুল মাওলা মুন্না (২২)।
পুলিশ জানায়, আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)সারণির ১০(ক)/৪১ ধারায় সন্দ্বীপ থানার মামলা নং-১১ রুজু করে আদালতে পাঠানো হয়েছে।