• শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

হারামিয়া-মগধরা উপনির্বাচনঃ ভোটের গরমে চাঙ্গা রাজনীতি

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৭৬ ৪ ৯
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
হারামিয়া-মগধরা
হারামিয়া-মগধরা

হারামিয়া ও মগধরা ৭ নং ওয়ার্ড উপনির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে সন্দ্বীপের রাজনীতির অঙ্গন। হারামিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলি খসরু এবং মগধরা ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুছাপার মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া এই দুটি এলাকার হলেও পুরো সন্দ্বীপের মানুষের চোখ এখন এই নির্বাচনের দিকে ।  আগামী ২০ অক্টোবর হারামিয়া ইউনিয়নে শুধুমাত্র চেয়ারম্যান ও গধরা ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় প্রার্থীদের আগাম প্রচার-প্রচারণার পাশাপাশি স্থানীয় লোকজনের মাঝেও দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে চিন্তায় আছেন সব দলের প্রার্থীরাই। ভোটার-প্রার্থী দুই পক্ষেরই ভাষ্য-সুষ্ঠু পরিবেশ থাকলে ভোটাররা এবার কেন্দ্রে যাবেন। তাই করোনার মাঝেও নির্বাচনকে কেন্দ্র রাজনৈতিক অঙ্গনে চাঙ্গা ভাব লক্ষ করা যাচ্ছে।

হারামিয়া ইউনিয়ন ও মগধরা ৭ নং ওয়ার্ড ঘুরে জানাগেছে, হারামিয়ার ধানের শীষের প্রার্থী আসিফ আকতার নির্বাচনে পিছিয়ে আছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জসীম উদ্দিন ছাত্রলীগ ও স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতার সমর্থন নিয়ে ভালো অবস্থানে আছেন ।

আরো পড়ুনঃ “ঈদে মিলাদুন্নবী” ৩০ অক্টোবরঃ সন্দ্বীপে হচ্ছে ২ দিন আগে

এদিকে মগধরা ৭ নং ওয়ার্ডে নির্বাচন যেন অশনি সংকেত বয়ে এনেছে । এলাকাবাসী জানায়, একই ওয়ার্ডের সাবেক মেম্বার রবিউল আলম সমিরের ছোট ভাই জাহাঙ্গীর আলম (রাকিব) আর মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান শাহিনের ভাইপো ওমর ফারুকের মেম্বার পদে নির্বাচন করা মানে সেখানে ভীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল ।

এমন ভীতিকর পরিস্থিতির কারন জানতে চাইলে ওমর ফারুক বলেন, “আমাদের দিক থেকে ভীতি সঞ্চার করার মত কোন কিছুই হয়নি । এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এলাকার মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়া হতে পারে । বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি । আজও বহিরাগত লোকজন দিয়ে সন্ধ্যার পর উগ্র মিছিল ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে । আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই” ।

যদিও ভীতিকর পরিস্থিতি তৈরির বিষয়টি উড়িয়ে দিয়েছেন জাহাঙ্গীর আলমের (রাকিব) একজন কর্মী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “এখানে বহিরাগত কেউ নেই, এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরির বিষয়টিও মনগড়া । এলাকার ছোট বড় সবাই নিজের ইচ্ছায় আমাদের আজকের পথসভা সফল করেছে । আমরা আশা করি আগামী ২০ অক্টোবর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জয়ী হবো”।

মাঠ পর্যায়ের ভোটাররা জানান,  উপনির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন ধরনের ভোটের গান ও স্লোগানে হাট-বাজার সহ গ্রামের আনাচে, কানাচে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে কর্মীরা মেতে উঠেছে।

 


Skip to toolbar