• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

কুমিরা-গুপ্তছড়া ঘাটে গোপনে যাত্রী পারাপার : ১০ হাজার টাকা জরিমানা।

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫৯২ ৪ ৯
আপডেট: শনিবার, ৯ মে, ২০২০
কুমিরা-গুপ্তছড়া ঘাট
কুমিরা-গুপ্তছড়া ঘাট

বাদল রায় স্বাধীন:


কুমিরা-গুপ্তছড়া ঘাটে অবৈধভাবে যাত্রী পারাপার করায় গুপ্তছড়া ঘাটের কেরানিসহ দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

শনিবার (৯ মে) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন গুপ্তছড়া ঘাটের কেরানি এবং একজন বোট মালিককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ।

আরো পড়ুনঃ আক্রান্তদের ৯৫ ভাগই ম্যালেরিয়ার ওষুধ প্রয়োগে সুস্থ হচ্ছেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন জানান, প্রতি বোটে যাত্রী সংখ্যা ছিলো সর্বনিন্ম ৬০ জন। যাদের অধিকাংশই চট্টগ্রামের হালিশহর ও দামপাড়া হতে আগত । আগামীকাল থেকে আরো কঠোর ভাবে তিনি নৌ-যাতায়াত নিয়ন্ত্রন করা হবে । যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন, পিতাঃ আব্দুল্লাহ মিয়া ও মোঃ হাকিম, পিতাঃ আব্দুল মনাপ ।

উল্লেখ্য যে, গত কাল চট্টগ্রামে রেকর্ড ৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এতে সন্দ্বীপের ঘাটে যাত্রীর পরিমান বাড়তে পারে । কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সন্দ্বীপেও করোনা হটস্পট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।

সন্দ্বীপ জার্নাল/জেএন 


Skip to toolbar