• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

বিপদগ্রস্থ আমেরিকায় থেকেও মানুষের পাশে মাইটভাঙ্গার সাইফুল আজম শিবলী

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৬৬ ৪ ৯
আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

খেটে খাওয়া মানুষের চরম বিপদের সময় বিপদগ্রস্থ আমেরিকা থেকেও নিজ জন্মভূমি সন্দ্বীপের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মাইভাঙ্গার ইউনিয়নের সাইফুল আজম শিবলী ।

তিনি নিজের বাবার নামে গঠন করা আত্মমানবতার সেবায় নিয়োজিত ‘মাষ্টার আবু তাহের ফাউন্ডেশন ফাউন্ডেশনের’ মাধ্যমে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর এই পর্যন্ত দফায় দফায় প্রায় ৩৫০ পরিবারের খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন । তবে এই সাহায্য ব্যয় হয়েছে শুধু মাইটভাঙ্গায় ।

মানুষের কল্যাণে নিবেদিত সাইফুল আজম শিবলী আমেরিকায় থাকলেও সন্দ্বীপে আওয়ামী আদর্শের একজন সমাজসেবক গ্রামে  অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন তিনি।

শিবলীর ছোট ভাই শফিউল আজম তুহিন সমস্ত কার্যক্রমের দেখাশোনা করছেন । তিনি বলেন, শ্রদ্ধেয় বড় ভাই সাইফুল আজম শিবলী এর নির্দেশ ও সহযোগীতায় আমার মরহুম পিতার নামকরনে “মাষ্টার আবু তাহের ফাউন্ডেশন” থেকে মাইটভাঙ্গার সকল ওয়ার্ডে পর্যায়ক্রমে খাদ্য বিতরণ করা হয়েছে ।

তুহিন আরো বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা বিবেচনা করে আমরা কোন নির্দিষ্ট স্থানে জমায়েত হওয়ার চেয়ে বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেয়াকে নিরাপদ ভেবেছি । তাই, গোপনে তালিকা তৈরি করে  ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের তালিকাভুক্ত পরিবার গুলোতে  এই খাদ্য পৌঁছে দেয়া হয়েছে । যারা নামের তালিকা দিয়েছেন প্রত্যেককে স্ব স্ব অবস্থানে রেখেই এখন পর্যন্ত ৩৫০টি পরিবারে এই খাদ্য বিতরণ করেছি ।

শফিউল আজম তুহিন বলেন, ১৪ই এপ্রিল ওয়ার্ড ভিত্তিক খাদ্য সামগ্রী বিতরণের মূল কার্যক্রম শেষ করলাম । এরপরেও অনেকে ফোন করছেন, আমি কথা দিচ্ছি আমার সাধ্যমত প্রতিদিন যতটুকু পারি ততটুকু দিয়ে এই বিপদে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো । আমার ছোট ভাই দেশে আছে ওকে ইনবক্স কিংবা ফোন করবেন, কিংবা কেউ যদি লজ্জা পান আমার কোন কাছের মানুষের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।আমারও সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, তবে যে করে হোক এই দূর্যোগে সবার পাশেই থাকতে চাই। সবাই ভালো থাকুন,নিরাপদে থাকুন।


Skip to toolbar