• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

কুমিরা-গুপ্তছড়া: মার্চেও আসেনি যাত্রীদের সুদিন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ১০৮৩ ৪ ৯
আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২০
কুমিরা-গুপ্তছড়ায় যাত্রীদের ভোগান্তি
কুমিরা-গুপ্তছড়ায় যাত্রীদের ভোগান্তি

কুমিরা-গুপ্তছড়া  ঘাটে বার বার অনিয়ম ও দুর্ব্যবহারের বিরুদ্ধে আন্দোলনের ফলে প্রতিশ্রুতির বৃষ্টি ঝড়লেও সুফল পায়নি সন্দ্বীপবাসী ।

সম্প্রতি চট্টগ্রামস্ত সন্দ্বীপের সাংবাদিকদের লেখালেখিতে বাধ্য হয়ে ঘাট ইজারাদার এস এম আনোয়ার বেশ কিছু সেবা নিশ্চিত করার আশ্বাস দেন ।

আরো পড়ুনঃ নৌ রুটে আরো ৫ সুখবর দিলেন সারওয়ার সুমন

ইজারাদার ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যে তা বাস্তবায়নের কথাও বললেও ফেব্রুয়ারী গড়িয়ে মার্চের শেষ হলেও তেমন পরিবর্তন আসেনি ঘাটে ।

  • ইতিমধ্যে ঘাটের  ভ্যান ভাড়া ২০ টাকার বদলে ১০ টাকা করা হলেও যাত্রী সেবা নিয়ে আছে বিস্তর অভিযোগ । তার মধ্যে একটা ভ্যানে ২ জন নিয়ে যাত্রীর কাছ থেকে জোরপূর্বক ৫ জনের ভাড়া আদায়ের বিষয়টি অন্যতম ।
  • প্রবাসী, প্রতিবন্ধি ও রোগীরা ঘাটে টিকিট পেতে অগ্রাধিকার পেলেও তাদের জন্য স্বতন্ত্র কাউন্টার হয়নি।

আরো পড়ুনঃ  কুমিরা-গুপ্তছড়া: আশ্বাস বানী শুধুই খবরের পাতায় সীমাবদ্ধ

  • রোগীর জন্য হুইল চেয়ার ও স্টেচার ঘাটের কোথাও খুঁজে পাওয়া যায়নি ।
  •  কুমিরা ঘাটের টিকেট কাউন্টার জেটির মুখ থেকে স্থানান্তর করা হয়নি ।
  • ঘাটের লেবার , কর্মচারীরা আলাদা পোশাক কখনোই পড়েনা। যাত্রীর সাথে খারাপ ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক বিষয় ।

যাত্রীদের অভিযোগ, সন্দ্বীপের মানুষকে আশ্বাস দিয়ে বাস্তবায়ন না করেই বসে আছেন ইজারাদার ।

অন্য এক যাত্রী বলেন, গুপ্তছড়া সন্দ্বীপ জেটির সম্মুখে চর জেগে উঠায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের দেয়া নৌ-যান ভিড়ানোর সম্ভাব্য সময়সূচির একটা বোর্ড থাকলেও সময়সূচী লেখার বালাই নেই । ফলে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ ।

সাধারন যাত্রীরা বলছেন, ইজারাদারের ইশারায় দশ টাকার ভ্যানের ঘোষণা নতুন ভোগান্তি যা গাধার সামনে মুলা ঝুলানোর মতো ব্যাপার ।

এবং চলমান আন্দোলনের গতি নষ্ট করাটাই পত্রিকা অফিসে গিয়ে এমন ঘোষনার মুল উদ্দেশ্য বলে জানান ভুক্তভোগীরা ।

অপর দিকে ঘোষণা অনুযায়ী প্রবাসীদের জন্য আলাদা কাউন্টার করার প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি, হলেও তার সাথের যাত্রীদের এক সাথে যদি টিকেট না দেয় তাহলে সেটিও মুলা ঝুলানোর মতো সুফল পাবেনা , এমন ধারণা করছেন অনেকেই ।


Skip to toolbar