• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

মাইটভাঙ্গায় ৩০০ পরিবার পেলো প্রবাসীর ঈদ উপহার

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫০৪ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
মাইটভাঙ্গায় ৩০০ পরিবার পেলো প্রবাসীর ঈদ উপহার
মাইটভাঙ্গায় ৩০০ পরিবার পেলো প্রবাসীর ঈদ উপহার

মাইটভাঙ্গায় যুক্তরাষ্ট্রের ব্রুকলিন আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নজরুল এর পক্ষে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন তার স্ত্রী শামীমা নজরুল ।

বৃহস্পতিবার (১৪ মে) মাঈটভাঙ্গা একে আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত ঈদ উপহার বিতরন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাষ্টার নুরুল আলম, প্রেসক্লাব সভাপতি রহিম উল্যা, মাঈটভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলিগ সভাপতি মোঃ দিদারুল আলম, হারামিয়া ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও পৌর আওয়ামীলিগ সভাপতি মুক্তাদের মাওলা সেলিম, শামীমা নজরুলের বড় ভাই আব্দুর রহমান, আওয়ামীলিগ নেতা ফরিদুল মাওলা কিশোর সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলিগ নেতৃবৃন্দ এবং ইউপি সদস্য বৃন্দ।

আরো পড়ুনঃ দুই দিনে ৯ দোকান বন্ধ, ২২ হাজার টাকা জরিমানা

এ সু-দূর আমেরিকা থেকে প্রেরিত এক ভিডিও বার্তায় নুরুল ইসলাম নজরুল বলেন, প্রিয় দেশবাসী করোনার প্রভাবে আমেরিকায় প্রতিনিয়ত হাজার হাজার লোক মৃত্যুবরন করছে। তাতে আমাদের সন্দ্বীপের কয়েকজন স্বজনকেও আমরা হারিয়েছি। তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ও তাদের আত্মার শান্তি কামনা করছি । এই কঠিন সময়েও আমার প্রিয় দেশ, প্রিয় মাতৃভুমির কথা মনে পড়ে, তাই আপনাদের জন্য এ উপহার আমার মাতৃভুমির প্রতি দায়বদ্ধতা থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এমপি মাহফুজুর রহমান মিতার নির্দেশমতো চলাফেরা করুন।

মাঈন উদ্দিন মিশন বলেন, নুরুল ইসলাম নজরুল ভাই নিজ এলাকায় ত্রান বিতরনের পর ওনার স্ত্রীর পৈতৃক এলাকায় বা শশুড়দের এলাকায় ত্রান বিতরন করে প্রকৃত মানবিক কাজ করেছেন । প্রবাসে থেকেও ওনার এই স্বদেশের প্রতি আন্তরিক মনোভাবের জন্য সাধুবাদ জানাই।

সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম উল্যা বলেন, শামীমা নজরুল মাঈটভাঙ্গা ইউনিয়নের কৃর্তীমান নারী হওয়ায় ওনার স্বামী নুরুল ইসলাম নজরুলের সহায়তায় এ ত্রান বিতরনে এগিয়ে এসেছেন। আমরা ওনাদের দুইজনের দীর্ঘায়ু কামনা করি এবং ওনাদের দানের হাত আরাে প্রসারিত হউক সে কামনা করছি।

পৌর আওয়ামীলিগ সভাপতি মোক্তাদের মাওলা সেলিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করেন বলে নজরুল ভাই করোনার ঝুঁকিপুর্ন এলাকা আমেরিকায় থেকেও দেশের মানুষের কথা ভাবেন। এটা প্রকৃত আওয়ামীলিগ বা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের বৈশিষ্ট্য।

সন্দ্বীপ জার্নাল/বিআরএস


Skip to toolbar