স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্ত আয়োজিত ‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার ২০২০’ এর শীর্ষ তালিকায় উঠে এসেছেন সন্দ্বীপের তিনজন সাহিত্যিক।
সারা দেশ থেকে আসা প্রায় ১৪৮১ পাণ্ডুলিপি থেকে বিজ্ঞ জুরিবোর্ড ৪টি বিভাগে ১২০টি পাণ্ডুলিপি নির্বাচিত করেছেন। কবিতা, গল্প-উপন্যাস, প্রবন্ধ, শিশুসাহিত্যসহ মোট চারটি বিভাগে আলাদা আলাদা পান্ডুলিপি নির্বাচন করা হয়।
পান্ডুলিপি পুরস্কারের জন্য মনোনীত হন – কবিতা শাখায়- নীলান্জন বিদ্যুৎ, গল্প-উপন্যাস শাখায়- মাসুদ আনোয়ার এবং শিশুসাহিত্য শাখায়- সাজিদ মোহন।
অক্ষরবৃত্ত প্রকাশনের স্বত্বাধিকারী ও প্রকাশক আনিস সুজন বলেন, ‘মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার লক্ষেই ছিল আমাদের এই আয়োজন। সারাদেশ থেকে অনেক ভালো ভালো পাণ্ডুলিপি জমা পড়েছিল এ প্রতিযোগিতায়।
দেশের খ্যাতিমান সাহিত্যিকরা নিজ নিজ শাখায় বিচারকের দায়িত্ব পালন করেছিলে। আমরা শীঘ্রই নির্বাচিত ১২০ পাণ্ডুলিপি থেকে জুরিবোর্ডের চূড়ান্ত ফলাফলের উপর ভিত্তি করে সেরা ৪টি ও নির্বাচিত ৪০টি পাণ্ডুলিপির লেখকদের নাম ঘোষণা করব। পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপিগুলো বই আকারে প্রকাশিত হবে ২০২১ সালে মহান একুশে বইমেলায়।
উল্লেখ্য, মাসুদ আনোয়ারের জন্ম সন্দ্বীপের দীর্ঘাপাড় ইউনিয়নে। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত শিশুসাহিত্যিক। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ- হুক্কাহুয়া, কেউ জানে না, স্বর্ণদ্বীপের ছেলে। মৌলিক সাহিত্যকর্ম ছাড়াও ওয়েস্টার্ণ লিখেছেন ১৫ টি। পেশায় তিনি একজন সাংবাদিক।
নীলাঞ্জন বিদ্যুতের জন্ম সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে। প্রকাশিত গ্রন্থ-আটটি পাতার তলে ফাল্গুনীর চোখ।সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন-অর্কেষ্ট্রা। পেশায় তিনি একজন শিক্ষক।
সাজিদ মোহনের জন্ম সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নে। প্রকাশিত গ্রন্থ-অবাক করা দেশে, কিশোরকবিতাঃপ্রতিচিন্তা, তুমি তখন ফড়িং ছিলে, বেলাল মোহাম্মদঃকিশোর জীবনী। শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতিসরুপ পেয়েছেন ইউনিসেফ মীনা মিডিয়া এ্যাওয়ার্ড২০১৩, অক্ষরবৃত্ত শ্রেষ্ঠ পান্ডুলিপি পুরস্কার ২০২০। পেশায় তিনি একজন শিক্ষক।