স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে দোকান পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় গেল ২ দিনে বিভিন্ন কাপড়ের দোকান ও বেকারীতে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত, পাশাপাশি ৯ টি কাপড়ের দোকানও বন্ধ করে দেয়া হয়েছে ।
বুধবার (১৩মে) চৌমুহনী বাজারে এক দোকানদারকে ৪০০০ টাকা এবং সেনের হাটের নাহার এন্টারপ্রাইজকে ৫০০০ টাকাসহ মোট ৯০০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন ।
আরো পড়ুনঃ সেই মমতার সীমাহীন প্রতারণা
এর আগে মঙ্গলবার (১২মে) অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যসামগ্রী তৈরি করায় ধোপার হাটের আজিজ বেকারিকে ৩০০০ এবং শিবের হাটের আতিক বেকারিকে ১০০০০ টাকাসহ মোট ১৩০০০ টাকা জরিমানা করা হয়েছে । সেই সাথে উপজেলা কমপ্লেক্স, এনাম নাহার মোড়, ধোপার হাট ও শিবের হাটের ৯ টি কাপড়ের দোকান বন্ধ করে দেয়া হয়েছে ।
জানা গেছে, গত ১০ মে থেকে বিভিন্ন দোকানপাট কিছু শর্তারোপের মাধ্যমে খোলার অনুমতি প্রদান করেছে সরকার। কিন্তু দোকানীরা সে সব শর্তের তোয়াক্কা না করে কোন সুরক্ষা ব্যবস্থা ছাড়াই দোকান খুলে দিব্যি বিক্রি শুরু করে দিয়েছেন। এদিকে ক্রেতাদের অসচেতনায় দোকানগুলো এখন করোনা বিস্তারের নার্সারী হয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন বলেন ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে ।
সন্দ্বীপ জার্নাল/বিআরএস