• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

সাতঘড়িয়ায় ভয়াবহ আগুন:পুড়ে ছাই ৪ টি বসতঘর ।

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫৭২ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
সাতঘড়িয়ায় ভয়াবহ আগুন:পুড়ে ছাই ৪ টি বসতঘর
ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৪ টি বসতঘর ; ছবি- এম নাজিম ।

বাদল রায় স্বাধীন ও এম নাজিম:


শিবেরহাটের পশ্চিম পাশে সাতঘড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়েছে ৫ টি বসতঘর ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) পশ্চিম রুপের গো বাড়িতে এ ঘটনা ঘটে ।

জানা যায়, সকাল সাড়ে দশটায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে , কিভাবে বা কার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত স্পষ্টভাবে কেউ জানাতে পারেনি ।

খবর পেয়ে, এলাকাবাসী ও শিবের হাটের ব্যবসায়ীরা ছুটে গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর  আগুন নিয়ন্ত্রণে আনে , এসময় ঘটনাস্থলে যোগ দেয় সন্দ্বীপ থানার উপ-পুলিশ পরিদর্শক আমিন উল্যাহ ও সারিকাইত ইউ পি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির  ।

নিয়ন্ত্রণের পর দেখা গেছে, সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে ৪ জনের ৪ টি ঘর। তারা হলেন নাছির, আইয়ুব খান, রনি, মামুন ।

ফখরুল ইসলাম পনির বলেন, ৫ টি ঘর পুড়ে যাওয়া সহ, তিন/চার দিন পর একটি মেয়ের বিয়ের জন্য সংগৃহীত সকল বিয়ের উপকরন পুড়ে ছাই হয়ে গেছে।এবং সাথে সকল আনন্দ মাটি হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমানও প্রায় ত্রিশ লক্ষ টাকা।

এ সময় একজনকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়, এখনো সন্দ্বীপীদের বালতি নিয়ে আগুনের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় ।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল ইসলাম বলেন সকাল সাড়ে দশটায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এবং প্রাথমিক তদন্তে বলা যায় এটি একটি নিছক দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়।

তবে, আগুন নিয়ন্ত্রনে আসার আগে ৫ টি বসতঘর থেকে আসবাব পত্র সহ মুল্যবান কাগজ পত্র কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।

সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে আমরা আগুন নেভাতে ছুটে এসেছি । নিজেরাই যা পারি সনাতনী পদ্ধতিতে বালতি ও পাম্প দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি। যেহেতু সন্দ্বীপে ফায়ার সার্ভিসের ভবন নির্মান হলেও এখনো এটির কার্যক্রম শুরু হয়নি তাই অচিরেই ফায়ার সার্ভিসের কাজ পুরোদমে শুরু করতে হবে।

উল্লেখ্য, সন্দ্বীপে বিদ্যুৎ আসার ফলে এবং সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ায় এটি এখন অগ্নিকান্ড প্রবন এলাকা। গত দুই বছরে কয়েকটি বাজার সহ বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

 

 


Skip to toolbar