• বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

উরিরচর হাই স্কুলের প্রায় ২ লক্ষ টাকা চুরি গেছে

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৬৩২ ৪ ৯
আপডেট: শনিবার, ১১ জানুয়ারি, ২০২০

আজকাল শিক্ষা প্রতিষ্ঠানে হরদম চুরি হচ্ছে। ইতিপূর্বে উত্তর সন্দ্বীপ কলেজ, দক্ষিণ সন্দ্বীপ কলেজ ও আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে চুরির খবর পাওয়া গিয়াছে। এটা সামাজিক অবক্ষয়ের মারাত্মক একটি চিত্র।

উরিরচর হাই স্কুল দরিদ্রতম অঞ্চলের দরিদ্রতম শিক্ষা প্রতিষ্ঠান। কি করে এই ক্ষতি কাটিয়ে উঠবে তা আমার বোধে আসছে না। বছর খানেক পূর্বে স্কুলটি টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই ক্ষতির পুরন হওয়ার পূর্বে এই আঘাত।

সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে – সন্দ্বীপের পুলিশ ও প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানে চুরির বিষয়ে একেবারেই উদাসীন। আজ পর্যন্ত কোন চুরির মীমাংসা করতে পারেনি বা করে নি।

উরিরচর স্কুলের চুরির একটি এজাহার সন্দ্বীপ থানা গ্রহণ করেছে বটে, কিন্তু, কোন সিল সিগ্নেসার দিয়ে এটাকে অফিসিয়াল করেনি। অর্থাৎ যেকোন সময়ে থানা অস্বীকার করতে পারবে তারা এরকম কোন অভিযোগ পায় নি। এটা উদাসীনতার জ্বলন্ত উদাহরণ নয় কি ?

আমি একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সন্দ্বীপের সন্তান হিসেবে খুব হতাশাগ্রস্ত হয়েছি। কি করব জানি না। আমরণ অনশনে বসার চিন্তায় মাথায় আসছে।

মাননীয় এম পি সাহেবকে বিষয়টি নিয়ে একটু ভাববার আহবান জানাচ্ছি।

অভিযোগ নামাটির কপি সংযুক্ত করা হয়েছে।

পুনঃচ ঃ বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসছে হেড স্যার স্কুলে এতগুলু টাকা রাখলেন কেন। কাউন্টার প্রশ্ন – রাখবে কোথায় ? উরিরচরে কোন ব্যাংক নেই বা এজেন্ট ব্যাংকিং নেই। এতগুলু টাকা তাঁর বাসায় নিয়ে রাখবেন সে সাহস তিনি করবেন কি করে। বাসায় এ ঘটনা ঘটলে তো আরও মহাপাপ হত। হয়ত চুরির দায়ে তাঁকে এতক্ষণে হাজত বাস করতে হত।

গত ১০/ ২০ বছর ধরে এভাবে টাকা রেখে আসছেন। আইরন সেফ কিনবেন সে চিন্তা মাথায় আসেনি। এখন হয়ত আসবে। আইরন সেফও সেফ নয়। যেভাবে লোহার গ্রিল ভেঙ্গে টাকাটা কোথায় আছে ঠিক সেখানে চোর উপস্থিত হয়েছে।

আমরা বা আমাদের রক্ষা কর্তারা, এবিষয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে, প্রশ্নবাণে হেড স্যারকে পেরেশানি করবেন। এটাই যেন নিয়তি।

বীর প্রতীক কর্নেল (অবঃ) মোহাম্মেদ দিদারুল আলম


Skip to toolbar