• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে হাম-রুবেলা টিকা দেওয়া হবে সাড়ে ১৯ লাখ শিশুকে

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৪৪৪ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
চট্টগ্রামে হাম-রুবেলা টিকা দেওয়া হবে সাড়ে ১৯ লাখ শিশুকে
চট্টগ্রামে হাম-রুবেলা টিকা দেওয়া হবে সাড়ে ১৯ লাখ শিশুকে

চট্টগ্রামে ১৯ লাখ ৫৯ হাজার ৭১২ জনকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে মহানগরে ৭ লাখ ৫২ হাজার ৫৬৪ জন শিশুকে এবং সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ১৫ উপজেলায় দেওয়া হবে ১২ লাখ ৭ হাজার ১৪৮ শিশুকে।

আজ বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। চসিকের জেনারেল হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, ডা. সানোয়ার আলম, ডা. আশরাফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী প্রমুখ।

অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হায়দার শামীম প্রমুখ।

আরো পড়ুনঃ ১৩ বছর পড়ে আছে দুই সি-অ্যাম্বুলেন্স কোনো কাজেই লাগল না

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামের ১৪ উপজেলায় ২০০টি  ইউনিয়নের ১৬টি স্থায়ী ও ৪ হাজার ৮২৭টি অস্থায়ী কেন্দ্রে মোট ১২ লাখ ৭ হাজার ১৪৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।’

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘ভাইরাসজনিত মারাত্মক সংক্রমণ রোগ হাম-রুবেলা প্রতিরোধে ৭ লাখ ৫২  হাজার ৫৬৪ জন শিশুকে টিকা দেওয়া হবে।

আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নগরের ৪১ ওয়ার্ডের ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ১ হাজার ২৬ জন এবং ৫ বছর থেকে ১০ বছরের ৪ লাখ ৫১ হাজার ৫৩৮ শিশুকে ১ ডোজ করে টিকা দেওয়া হবে।’

বিডি প্রতিদিন


Skip to toolbar