ডলি কনস্ট্রাকশন নামে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠান কাজ নিয়ে সন্দ্বীপবাসীর সাথে ছিনিমিনি খেলেছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি নিয়ে ছিনিমিনি খেলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন যা শুধু সন্দ্বীপে নয় সারা বাংলাদেশে হয়েছে, তাইতো বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপির সন্দ্বীপ আগমন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন।
এমপি মিতা বলেন, আমরা চাই ঘরের দরজা খুলে ঘুমাতে, আমরা চাই শুকনো রাস্তায় হেঁটে মসজিদে যেতে, আমরা চাই ঝড় জলোচ্ছাসের সময় আমাদের গরু ছাগল নিয়ে যাতে নিরাপদে থাকতে পারি। আজকে আমরা কন্সট্রাকশন কোম্পানির গাফিলতির কারনে বার বার লোনাপানিতে ভাসতে হচ্ছে।
এর আগে মাননীয় উপমন্ত্রী মহোদয় এসেছিলেন উনি তখন কনস্ট্রাকশন কে বলেছিলেন কাজ কখন হবে ওরা বলল ২ মাসের মধ্যে কাজ শেষ করে দিবে আজকে সেই ২ মাস কোথায়? একটা বছর পার হয়ে গেল আমাদের এই কাজ এখনো হয়নি।
জুনের আগে বেড়িবাঁধের কাজ শেষ করতে না পারলে কার্যাদেশ বাতিল: পানি সম্পদ উপ-মন্ত্রী
প্রতিমন্ত্রীকে উদ্দেশ্যে করে এমপি মিতা বলেন, আমরা ডলি কে চিনিনা, আনোয়ার কে চিনিনা, বিশ্বাসকেও চিনতে চাই না। আমরা চিনি জননেত্রী শেখ হাসিনাকে, আমরা চিনি তার সুযোগ্য সিপাহসালার আপনাকে। আপনার কাছে আমার অনুরোধ, আমার অবহেলিত এই সন্দ্বীপবাসীকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেড়িবাঁধ নির্মাণ করে দেয়া হোক। এটা সন্দ্বীপবাসীর প্রাণের দাবি। কাকে দিয়ে করাবেন সেটা আমাদের জানার বিষয় না আমাদের জানার বিষয় হলো আমাদের বেড়ীবাঁধ। কারণ আমাদের সন্দ্বীপের এমপি থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত সবাই নৌকার লোক, নৌকায় ভোট দিয়েও কি আমরা আমাদের উন্নয়ন বুঝে নিতে পারবো না?
সারিকাইত কাজী আফাজ উদ্দিন হাই স্কুল মাঠে আয়োজিত সুধী সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক, অতিরিক্ত মহাসচিব মন্টু বিশ্বাস, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক জনাব বজলুর রশিদ, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিশন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।