• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

উদ্বোধন হল কাছিয়াপাড় মানব কল্যাণ সংগঠন

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫৩৮ ৪ ৯
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ
৩১শে অক্টোবর রোজ শনিবার বিকাল ৩টায় সন্দ্বীপে কাছিয়াপাড় মানবকল্যান সংগঠনের উদ্বোধন ও শীত বস্ত্র বিতরন পূর্ব কাছিয়াপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। মোঃ ইউচুপ ও মোঃ জাফর ইসলামের যৌথ সঞ্চালনায় কোরআন তেলয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি অডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি প্রবাসী শাহাদাত হোসাইন আপন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব, মাইন উদ্দিন মিশন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত হারামিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন। আরোও উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা খবিরুল ইসলাম, ইউপি সদস্য হোসাইন নয়ন, সাবেক ইউপি সদস্য নোমান হোসাইন মিলাদ,মাওলানা নাজিম উদ্দীন সাহেব, শ্যামল রায়,ইয়ুথ ক্লাবের সাবেক সভাপতি ও খোদাবক্স সাইফুল ইসলাম। সাংবাদিক ইসমাইল হোসেন মনি ও সাংবাদিক ইলিয়াস সুমন। এবং তরুণ উদয়মান সংগঠক আবদুর রহমান ইমন, ইয়ুথ ব্লাাড ফাইটার্স এর উদ্যেগতা আদনান হাবিব মাছুম। সন্দ্বীপ ব্লাড ব্যাংক সংগঠনের প্রতিষ্ঠাতা ইয়াসিন আরাফাত। এছাড়া সংগঠণে একানিষ্ট সদস্য সজীব,শাহীন, জিহাদ,সাগর,তৌহিদ, রাজীব, সামী,সাখাওয়াত,ফরহাদ, রিয়াদ,কামরুল, মাঈনউদ্দীন,মনির,মাহমুদ, কবির,সাইফুল, রহিম, রাশেদ। এছাড়াও সকল গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্য প্রদানের শেষে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে উক্ত সংগঠনের উদ্ভোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।


Skip to toolbar