• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

“ওজন যেভাবে কমাবেন,আর নয় দুশ্চিন্তা”

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫২৯ ৪ ৯
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ওজন নিয়ন্ত্রণে রাখার  জন্য অনেকেই কিছু খামখেয়ালি আর চটজলদি প্রোগ্রামে অংশ নেন ।  অধিকাংশ ক্ষেত্রেই লোকজন এসব প্রোগ্রামে বিফল হন আর এর ফলে নষ্ট হয় তাদের আত্মবিশ্বাস।

স্বল্প দিনের জন্য ওজন কমানোর অনেক পদ্ধতি আছে। কিন্তু আপনার জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে কিছু ছোট আর স্থায়ী পরিবর্তন আনতে পারলেই দীর্ঘ সময় ধরে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন।

স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে ওজন কমানোর  ১০টি সহজ টিপস দেখুন :

 

  • সকালের নাশতা খান।
  • দুপুর ও রাতের খাবারে যেন সবজি আর সালাদ থাকে তা নিশ্চিত করুন।
  • জলখাবার হিসেবে ফল খান।
  • কোমল পানীয়, জুস আর এনার্জি ড্রিঙ্কের মতো পানীয়র পরিবর্তে বিশুদ্ধ পানি খান।
  • পূর্ণ চর্বিযুক্ত খাবারের পরিবর্তে কম চর্বিযুক্ত বিকল্প খাবার খান।
  • বেশি পরিমাণে আঁযুক্ত খাবার খান।
  • পরিমাণে কম খাওয়ার জন্য ছোট কাপ-পিরিচ ব্যবহার করুন।
  • ধীরে-সুস্থে খান এবং আপনি নিজে সন্তুষ্ট হলেই খাওয়া বন্ধ করুন। ভরপেট খেতে যাবেন না।
  • রাতের খাবার খাওয়ার সময় টিভি দেখবেন  না।
  • শুধু সত্যিকারের ক্ষুধা অনুভব করলেই খাবেন। আবেগ থেকে বা অন্য কোনো কারণে খাওয়া থেকে বিরত থাকুন।

ওজন কমানোর এই সহজ টিপস গুলো মেনে চলুন আর ভুলে যান ওজন কমানো নিয়ে যতো দুশ্চিন্তা সবশেষে, ওজন কমার পর আবার ইচ্ছেমতো খেতে শুরু করলে কিন্তু কোনো লাভই হবে না।

সন্দ্বীপ জার্নাল/জে এন


Skip to toolbar