• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

সন্দ্বীপে ধানের শীষের পক্ষে গণসংযোগ করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক / ৮৭ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
সন্দ্বীপ জার্নাল Sandwip Journal

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে মগধরা ইউনিয়নের ৩ ও ১ নম্বর ওয়ার্ডে, যুবদলের সদস্য সচিব এম এ আজিজের নেতৃত্বে সারিকাইত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে, এবং আলীম মেম্বার, আলী আজম কুটুম ও মাইন উদ্দিনের নেতৃত্বে অন্যান্য ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া হয় এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “ধানের শীষ সৌভাগ্যের ও উন্নয়নের প্রতীক। বিএনপি ক্ষমতায় এলে সন্দ্বীপকে আধুনিক সবুজ নগরীতে রূপান্তর করা হবে। টেকসই উন্নয়নের মাধ্যমে রাস্তা-ঘাট, সেতু, নৌ-যোগাযোগ ও শিল্প কারখানার সম্প্রসারণ করা হবে।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, বিএনপি তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি এই আসনটি তার দল ও নেতা তারেক রহমানকে উপহার দেবেন।

ইএএম/সন্দ্বীপজার্নাল


Skip to toolbar