জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাব্বির ইকবালকে বদলি করা হয়েছে। তাঁকে পদায়ন করা হয় বাংলাদেশ রাবার বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক পদে।
তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী।
সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।
২০২০ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন শাব্বির ইকবাল। এর আগে চট্টগ্রাম জেলা পরিষদে প্রায় ৪ বছর সচিব পদে ছিলেন তিনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে সুজন চৌধুরী ২০২১ সালের ২২ আগস্ট যোগ দেন। তিনি ৩ বছর ২ মাস দায়িত্ব পালন করেন।