• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

হালিশহরে টমেটোর বাম্পার ফলনের আশা

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৫৩২ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

শীতের সবজির চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ কেউ সবজির চারায় সার, কীটনাশক ছিটাচ্ছেন।

আবার কেউ কেউ ক্ষেত আগাছামুক্ত করতে নিড়ানি দিচ্ছেন।

চট্টগ্রামের হালিশহরের আনন্দবাজার বেড়িবাঁধের শীতকালীন সবজি চাষের পরিচর্যার চিত্র এটি। পতেঙ্গা থেকে হালিশহর ও ফৌজদারহাট পর্যন্ত বিস্তৃত এলাকায় টমেটোর চাষ হয়েছে। ইতোমধ্যে গাছে এসেছে ফুল। কোনো কোনো গাছে ছোট ছোট ফলও ধরেছে।

একেকটি টমেটো গাছে ফলন পাওয়া পর্যন্ত খরচ হয় ২৫ থেকে ৩০টাকা। কৃষকরা আশা করছেন প্রতিবারের মতো এবারও বাম্পার ফলন পাওয়ার।

কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন জানান, পতেঙ্গা থেকে হালিশহর ও ফৌজদারহাট পর্যন্ত শীতকালীন সবজি টমেটোর বাম্পার ফলনের আশা করছি। কৃষকদের আর্থিক ও কারিগরি সহায়তাসহ অন্যান্য সব রকমের সহযোগিতা করা হয়েছে।


Skip to toolbar