• শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

মাইটভাঙ্গায় তোলপাড়: বিএনপি নেতার বিরুদ্ধে “মিথ্যা মামলা” র প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

সন্দ্বীপ জার্নাল ডেস্ক: / ৭৬৬ ৪ ৯
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
বিএনপি নেতার বিরুদ্ধে “মিথ্যা মামলা” র প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
বিএনপি নেতার বিরুদ্ধে “মিথ্যা মামলা” র প্রতিবাদে বিক্ষোভ

মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি ও সাবেক ইউপি মেম্বার হুমায়ুন কবিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দক্ষীন সন্দ্বীপের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিক্ষোভটি সাউথ সন্দ্বীপ কলেজ থেকে শুরু হয়ে শিবেরহাটের মুল কেন্দ্র বটতলীর মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বটতলীর মোড়ে কয়েকশ মানুষ জড়ো হয়ে কবির মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সেখানে দাড়িয়েই বক্তব্য প্রদান করেন নেতারা।

এসময় উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ বলেন, “দীর্ঘ ১৭ বছর আওয়ামী সন্ত্রাসীদের মিথ্যা মামলা, ভাংচুর সহ বিভিন্ন অত্যাচার সহ্য করে যখন আমরা মনে করেছিলাম এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নির্যাতিত কর্মীরা গণতান্ত্রীক প্রক্রিয়ায় একটি রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ করবো, ঠিক তখন একদল চক্রান্তকারী আ্রওয়ামী দালালদের সাথে যোগশাজস করে একজন ছাত্রলীগ কর্মী ‍দিয়ে আমার সবার ‍প্রিয় কবির মেম্বারের বিরুদ্ধে একটি সম্পুর্ন মিথ্যা ও যড়যন্ত্রমুলক মামলা করা হয়েছে”।

আজিজ আরো বলেন, অবিলম্বে এই প্রহসনের মামলা প্রত্যাহার না হলে জাতীয়তাবাদী পরিবার রাজপথে সেটার জবাব দেবে ।

উত্তরজেলা ছাত্রদলের সহ-সভাপতি আকরামুল আজিম বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পরও বিএনপি নামধারী কিছু আওয়ামী দুষ্কিৃুতিকারীকে দিয়ে বিএনপির মাঠের নেতৃত্বকে ধ্বংস করার জন্য মামলা দায়ের করেছে।

দক্ষীন সন্দ্বীপে বিএনপিকে নেতৃত্বশুণ্য করার বৃথা চেষ্টা না করার পরামর্শ দিয়ে আযিম বলেন, “অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না হলে, আপনারা জনগনের আদালতে বিচারের মুখোমুখি হবেন”।

কবির মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলাকে পলাতক শেখ হাসিনার এজেন্ডা হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের ত্রান ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক শাকিল চৌধুরী।

সন্দ্বীপ উপজেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করে শাকিল চৌধুরী বলেন, আপনারা যদি হুমায়ুন কবির মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলার ব্যাপারে এখনি যদি কোন সিদ্ধান্ত না নেন, আমার মনে হয় আগামীর দিনগুলোতে দক্ষীন সন্দ্বীপের বিএনপিকে দমিয়ে রাখা কঠিন হবে। ৫ তারিখের আগে যাদের আমরা খুঁজে পাইনি, আজ কাদের স্বার্থে কাদের রাজনীতি রক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করে টিকে থাকা বিএনপি নেতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, মগধরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: কামরুল হাসান, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আলিম মেম্বার, উত্তরজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: হাসান, মাইটভাঙ্গা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শিপন, মাইটভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য হাসান, মাইটভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলতাফ, সহ-সভাপতি মিশু, মগধরা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির, মাইটভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম সহ অন্যান্যরা।


Skip to toolbar