মুছাপুরে নিজের ঘরের সামনে ছিনতাইকারীর খপ্পরে পরে ছুরিকাঘাতে আহত হয়েছে মেহেরাজ হোসেন অপি নামে এক কিশোর।
শনিবার(১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টায় সন্দ্বীপের মুছাপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, ঘরের ভিতরে নেটওয়ার্ক না থাকায় ঘরের সামনে সিড়িতে বসে ফেসবুক ব্যবহার করছিলেন অপি। এসময় পেছন থেকে কেউ একজন তার মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরে ফেলে, এতে মোবাইল ফেলে অপিকে উপর্যুপরি ছুরিকাহত করে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে অপির চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ভোরেই অপিকে চট্টগ্রাম স্থানান্তরিত করা হয়।
মেহেরাজ হোসেন অপি মুছাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুন্সির বাড়ির আবুল বশারের ছেলে। চট্টগ্রামে একটি বেসরকারি পলেটেকনিক্যাল কলেজে পড়ুয়া এই শিক্ষার্থী করোনা পরিস্থিতির কারণে গ্রামে ছিলেন গত ৩ মাস ধরে।
আরো পড়ুনঃ করোনার একি কাল !!
অপির চাচা শিপন মাহমুদ জানান, ‘আমাদের এলাকায় চুরি অনেক বেশি বেড়েছে। প্রায়ই বিভিন্ন ঘর থেকে মোবাইল চুরি হয়, সিঁধেল চুরি হচ্ছে। এমনকি ঘরের উপর বসানো সোলার প্যানেল চুরির ঘটনাও ঘটেছে অনেকগুলো। তবে চুরিতে বাধা দেয়ায় হত্যার চেষ্টা আগে কখনো ঘটেনি।’
এই বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়েছে কিনা জনাতে চাইলে শিপন বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিমকে জানিয়েছি। অপি গুরুতর আহত হওয়ায় আমরা এখনো থানা পুলিশের সাথে যোগাযোগ করিনি। আগে সে সুস্থ্য হোক।’
মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম বলেন, ঘটনাটি আমি রাতেই জেনেছি। অপিকে চট্টগ্রাম পাঠানোর পর আমি সন্দেহভাজন একজনকে খুঁজতে কাজ করছে গ্রাম পুলিশ, এখনো পাওয়া যায়নি। অপি সুস্থ হয়ে বাড়ি ফিরলে থানায় মামলাও করতে বলেছি আমি।
উল্লেখ্য যে, সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে হটাৎ চুরি-ছিনতাই বেড়ে গিয়েছে কিছুদিন আগেও মুছাপুরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছিলো। যদিও এখনো তেমন কোন অপরাধী ধরা পড়েনি।
সন্দ্বীপ জার্নাল/এআরটি,ইএএম